মোঃ মনিরুল ইসলাম খান, সেবাই মানুষের পরম ধর্ম মানুষের সাথে মানুষের পাশে এই শ্লোগনাকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন নবাগত গৌরীপুরের উপজেলা নির্বাহি অফিসার (ইউ এন ও) এম সাজ্জাদুল হাসান।
গতকাল রাত সোমবার সারে এগার ঘটিকার সময় (১০ ফেব্রুয়ারী২০২৫) শ্যামগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় গৌরীপুর উপজেলার নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের উদ্যোগে গৌরীপুরের শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থানরত অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
শীত মৌসুম শুরুর পর থেকে নবাগত ইউ এন ও মহোদয় নিজ হাতে সাংবাদিকবৃন্দ সঙ্গে নিয়ে কম্বল বিতরণ সহ নগদ অর্থ বিতরণ করে আসছেন অসহায় মানুষের মধ্যে।
গতকাল শ্যামগঞ্জে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোঃ পল্লব খান, পরোপকারী সমাজ সেবক সৈয়দ এস এম ঋজু, শ্যামগঞ্জ প্রেসক্লাব ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাংবাদিক বৃন্দ।
একই সাথে গতকাল রাতে তিনি খবর পান, গৌরীপুর সরকারি কলেজের পাশে দুইজন অসহায় মহিলা খাবারের অভাবে আছে, এই সংবাদটি উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া হলে,তাদের জন্য চাল, ডাল, তেল লবন, চিনি, দুধ, পেয়াজ সহ খাদ্য সামগ্রী উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসেন। এদের মধ্য থেকে একজনের ঘর ভাড়ার দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার নেন।