
আলমডাঙ্গাবাসীর কাংঙ্খিত একটি আধুনিক হাসপাতালের স্বপ্নপূরণে “নীলা-শুকতারা ফাউন্ডেশন হাসপাতাল” এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল দশটার দিকে কালিদাসপুর রেলগেট থেকে প্রায় ১ কি.মি. উত্তরে ক্যানেল সংলগ্ন হাসপাতালের নির্ধারিত স্থানে হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমেরিকা প্রবাসী হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল কাদির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আবু আবু তালেব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মাহবুব আলম, শেখ আব্দুল জব্বার, বিশিষ্ট লেখক খন্দকার হাবিবুল করিম চনচল, শামসুজ্জোহা সাবু প্রমুখ।এলাকার সূধী সমাজ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, সংবাদকর্মী, পেশাজীবি সহ এখানেও সুধীজন উপস্থিত ছিলেন।










