নওগাঁর মান্দা প্রসাদপুর হাটে ইউএনওর অফিসের সামনে দোকান বসিয়ে প্রান্তিক কৃষকের প্রতিবাদ
Spread the love

উজ্জ্বল কুমার সরকার : নওগাঁর মান্দায় ত’বাজারে জায়গা না পেয়ে ইউএনও কার্যালয়ের সামনে সবজির দোকান বসিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রান্তিক কৃষকেরা। আজ রোববার উপজেলা সদর প্রসাদপুর হাটের নির্ধারিত স্থানে দোকান বসাতে না পেরে খেতের উৎপাদিত সবজি নিয়ে এই অভিনব প্রতিবাদ জানান তারা।
এদিকে কৃষকদের দাবীর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রান্তিক কৃষকদের অভিযোগ, নির্ধারিত ত’বাজার দখল করে রেখেছে সবজি বাজারের ব্যবসায়ী সিন্ডিকেট। তারা চড়া মূল্যে বিভিন্ন সবজি প্রত্যেক ব্যবসায়ী অভিন্ন দামে বিক্রি করেন ভোক্তাদের কাছে। এজন্য গড়ে তোলা হয়েছে কথিত একটি সমিতি। এই সমিতিরকর্তাব্যক্তিরা বাজার শুরুর আগেই প্রতিটি পণ্যের দাম নির্ধারণ করে থাকে। এতে জিম্মি হয়ে পড়েন ভোক্তারা। কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘বিভিন্ন ধরণের সবজি খেত থেকে তুলে খুচরা বিক্রি জন্য প্রসাদপুর হাটে নিয়ে আসা হয়। এসব সবজি ব্যবসায়ীদের চেয়ে অনেক কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করেন তারা। কৃষকের সবজি হাটে থাকা অবস্থায় ব্যবসায়ীদের বেচাকেনা কমে যায়। এ কারণে ত’বাজারে আমাদের দোকান করতে দেওয়া হয় না। আজ রোববার থেকে একেবারেই উচ্ছেদ করা হয়েছে।’আরেক কৃষক মাজেদ আলী মোল্লা বলেন, ‘ত’বাজার থেকে দফায় দফায় আমাদের উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় এতদিন দোকান করে আসছি। আজ থেকে সেই জায়গা আর নেই। খেতের পণ্য বিক্রি করার জন্য প্রশাসনের কাছে আমরা স্থায়ী জায়গার দাবী করছি।’ ভোক্তা সাহাদত হোসেন বলেন, প্রসাদপুর বাজারে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা সবজি বিক্রি করেন। এতে ভোক্তাদের বরাবরই চড়া মূল্যে সবজি কিনতে হয়।
প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আখতারুজ্জামান আল মনসুর বলেন, ‘প্রসাদপুর হাটে সিন্ডিকেট করে সবজি বিক্রি করেন ব্যবসায়ীরা। প্রান্তিক চাষিদের স্বার্থ রক্ষায় হাটে দোকান বসানোর জায়গা বন্দোবস্তের জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবেন এটাই প্রত্যাশা করছি।’
প্রসাদপুর তরকারি বাজারের কথিত সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘ত’বাজারে জায়গার সংকট রয়েছে। সবাইকে দোকান বসার জায়গা করে দেওয়া সম্ভব হয় না। কৃষকদের উচ্ছেদ করার অভিযোগ সঠিক নয়।
এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, বিষযটি অবহিত হয়ে এসি ল্যাণ্ডকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31