বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার নিয়মিত রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারী'শুক্রবার সকাল সাড়ে সাতটার সময় আল আমিন সোসাইটি হাফিজিয়া মাদরাসার হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মোঃ শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি চুয়াডাঙ্গা ১ নং আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা যুব বিভাগের সেক্রেটারি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু। উক্ত রুকন সভায় প্রধান অতিথি রুকনদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনার মাধ্যমে নিজের মান আরো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এর জন্য নিয়মিত কুরআনের আয়াত ও হাদিস মুখস্তকরণ এবং ইসলামি সাহিত্য অধ্যয়ন করার মাধ্যমে ইসলামের যথার্থ জ্ঞান অর্জনের নির্দেশনা প্রদান করেন। তিনি রুকনদের ব্যক্তিগত বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও জনশক্তি বৃদ্ধির টার্গেট নির্ধারন করে পরিকল্পতিভাবে কাজ করার পরার্মশ দেন। রুকন সভায়টি উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারি বিলাল হোসাইন ও অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা শাখার সকল রুকনগণ উপস্থিত ছিলেন।