আলমডাঙ্গার নওদা পাঁচলিয়াতে দৈনিক মাথাভাঙ্গার ব্যুরো প্রধান, সাংবাদিক রহমান মুকুলের ভাই মিলু মিয়ার কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় কুলখানি অনুষ্ঠান শুরু হয়ে জুম্মার নামাজে বিরতি পর দুপুর তিনটা পর্যন্ত চলে।
গ্রামবাসী-পাড়াপ্রতিবেশী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, অসহায় দুঃস্থ মানুষসহ প্রায় চার হাজার নারী পুরুষ এই কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া জুম্মার নামাজপর মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
এ অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনার্থে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, ঢাকা লাইওনস হসপিটালে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রোমান, আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির ডাঃ আব্দুল্লাহ আল মামুন, শিলন ব্যাংকের কর্মকর্তা ডামিল মাহমুদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেন্টু, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোওয়ার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃইমদাদ হোসেন, নাগরিক কমিটির সদস্য সচিব হাবিবুল করিম চঞ্চল, কলেজপাড়া কল্যাণ কমিটির আব্দুর রশিদ মঞ্জু, জ্যেষ্ঠ সাংবাদিক ফিরোজ ইফতেখার, প্রশান্ত বিশ্বাস, গোলাম সরোয়ার সদু, তানভীর সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, নাজমুল শাওন, দৈনিক মাথাভাঙ্গার সহ-ব্যুরো শরিফুল ইসলাম রোকন, খাসখবরের জাফর জুয়েল, শাহরিয়ার শরীফ, সঞ্জু আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ , সদস্য সচিব রাসেল, তনময়, সাকিব, পৌরসভার কর্মচারী আব্দুর জব্বার লিপু, জীবন বীমা কর্পোরেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার ব্যবস্থাপক আমজাদ হোসেন মজনু প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে সমাজসেবক ও নওদা পাঁচলিয়া গ্রামের সাদা মনের মানুষ খ্যাত মিলু মিয়া, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আত্মার মাগফেরাত কামনার্থে এই অনুষ্ঠান ও দোয়া মাফিলের আয়োজন করা হয়।