আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান। ২০(বিশ) পিচ ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১ জন। রাত ৯ টার সময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ওয়াহিদুল ইসলাম, আলমডাঙ্গা থানা সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন কালিদাসপুর ইউনিয়নের চরশ্রীরামপুর (নওদাপাড়া) গ্রামস্থ ধৃত আসামী চরশ্রীরামপুর (নওদাপাড়া)গ্রামের মোশারফ মন্ডলের ছেলে,মোঃ রবিউল হক ডাবলু(৪২)'র বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর তাকে ২০(বিশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলমত জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ২০১৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।