
আলমডাঙ্গা পৌরসভার সদ্য নির্মিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ বেলা সাড়ে ৩ টায় আলমডাঙ্গা পৌরসভার নতুন গেট নির্মান উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন খান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রাকীকুল ইসলাম ও নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মচারী আব্দুল জব্বার লিপুসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উল্লেখ্য ১৯৮৫ সালে আলমডাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নাম মাত্র একটা গেট ছিলো। যার ফলে পৌরসভার সকল ভবনের নিরাপত্তা, ঝুঁকির মুখে ছিল। এ গেট নির্মাণের ফলে এখন থেকে পৌর ভবনের নিরাপত্তা ও এর মধ্যকার ব্যবহার্য্য সকল সম্পদ সুরক্ষিত থাকবে বলে পৌর কর্মকর্তা কর্মচারীরা আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম বলেন, জনভোগান্তি দূর করে যত দ্রুত পরিসরে সম্ভব পৌরসভার উন্নয়নমূলক কাজ গুলো সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুসারে নতুন কাজ শুরু করতে হবে। তাহলে উন্নয়নের ধারা চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে এবং পৌরবাসী উপকৃত হবেন বলে মনে করেন।










