আজাদ হোসেন আওলাদ মিয়া : আজ কবি সাহিত্যিক নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদের কেক কেটে ৫৩তম জন্মদিন পালিত হয়। কিশোরগঞ্জ উপজেলা সহ দেশের বিভিন্ন স্হানে পালন করা হয়।যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও সাহিত্য শিখা পরিষদ কিশোরগঞ্জ, নীলফাগারী এর সভাপতি কবি, সাহিত্যিক, শিক্ষক ও টইটই সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক বাংলা বাজার ঢাকা এর জন্মদিন পালিত হয়। প্রথমে লিডারশিপ ২য় ব্যাচ ও দ্বিতীয়তে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এবং সাহিত্য শিখা পরিষদে উদ্দ্যেগে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, সাহিত্য শিখা পরিষদে সাধারণ সম্পাদক কবি ডাঃ প্রকাশ চন্দ্র, কবি আব্দুল লতিফ প্রোমাণিক, উপজেলা রিপোর্টাস ইউনিটির সহ সভাপতি কাওছার হামিদ,কবি আব্দুল আলিম বাঙালি সহ প্রমুখ।কবি আজহারুল ইসলাম আল আজাদ ১৯৭১ সালে নীলফামারী জেলায় জন্মগ্রহন করেন। তিনি ছোটবেলা থেকে লেখা লেখির সাথে জড়িত। নাটকঃ মেঘের কোলে রোদ হেসেছে, আলোর পথে, ছোটজাত, অভাগিনী আমিনা। কাব্যঃ নীলে খুঁজি কাব্যরস, নীল জীবনের গান, গদ্যময় জীবনের পদ্য, নীলকন্ঠ অজেয় পরাজয়, উপন্যাসঃ ইচ্ছে, বিষন্ন প্রহর, বিরহের যাত্রা, তিনি সাহিত্য শিখা পরিষদের সভাপতি ও বিভাগীয় লেখক সংসদ নীলফামারী সহসভাপতি টইটই সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক। লেখা লেখির মাঝে তিনি বেঁচে থাকতে চান আল্লাহ ভরসা।
আজহারুল ইসলাম আল আজাদ দীর্ঘদিন থেকে বাংলা-কবিতায় আছেন।এবার একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে তার লেখা দুইটি বই কেউ খোঁজ রাখেনা ও লালপরি নীলপরিদের দেশে ।