
ক্যাডেট ভর্তি ফলাফলে আলমডাঙ্গার ১২জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অভিনন্দন জানালেন আলমডাঙ্গা নাগরিক কমিটি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় সফলতার পর এবার আলমডাঙ্গা শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখল ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়।
২০২৫ সালের ক্যাডেট ভর্তি ফলাফলে আলমডাঙ্গার শিক্ষার্থীরা, বিশেষতঃ আলমডাঙ্গা একাডেমি’র ১২জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
একসাথে এতজন শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া নিঃসন্দেহে আনন্দের খবর।
চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা হলো-
১। তাসিন আবরার, ২। মেহরাব সাদিক,
৩। শাখাওয়াত হোসেন তাসিন, ৪। মোঃ মুত্তাকি,
৫। আল শাহরিয়ার আপন, ৬। আহনাফ তাসনুর,
৭।মাহজুবা আফরিন,৮। রুসাফা বিনতে মুস্তফা,
৯। জান্নাতুল ফেরদৌস জুঁই, ১০। মৌমিতা ইসলাম মীম, ১১। নাবাত রেহান মারফী। ১২। সাফওয়ান জামান
এ সাফল্যে নাগরিক কমিটি অভিনন্দন জানিয়েছে। এ বিষয়ে সদস্য সচিব হাবিবুল করিম চঞ্চলের কাছে জানতে চাইলে বলেন, “অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের আন্তরিকতা ও দায়িত্বশীলতা শিক্ষার উন্নয়নের অন্যতম পূর্বশর্ত আলমডাঙ্গা একাডেমি তা প্রমাণ করেছে। অপরদিকে সকল প্রকার সুযোগ সুবিধা বিদ্যমান সত্ত্বেও শিক্ষাকে বানিজ্যিকীকরণ ও প্রাইভেটমূখী করার কারণে এলাকার সরকারি ও স্বায়ত্ত্বশাসিত বিদ্যালয়গুলোর সাফল্য দিনকে দিনকে তলানীতে গিয়ে ঠেকছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নাজরদারী জরুরী হয়ে পড়েছে। আলমডাঙ্গা নাগরিক কমিটি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ করবে”।
এ সাফল্যে খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীর পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনার সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যক্তিগতভাবে অনেকেই।










