সাগর আহমেদ জজ; নেত্রকোনার পূর্বধলায় তারুণ্যের উৎসব-২৫ উদযাপন উপলক্ষ্যে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠা-পুলিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন।
রবিবার (২ ফেব্রুযারি) উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মালেক, মহিলা বিষয়ক অফিসার শারমিন শাহাজাদী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবদুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত এই উৎসবে ছিলো ৯টি স্টল। যেখানে নিজেদের তৈরি ৪০ থেকে ৫০ ধরনের ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা।