
এসএফটিভি নিউজ ডেক্স ঃ চুয়াডাঙ্গায় জাহানারা যুব মহিলা সংস্থার আয়োজনে অদ্বিতীয়া নারী উদ্যোক্তা এ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ফ্রেরুয়ারী) কেরু ট্রেনিং সেন্টার, দর্শনা, অদ্বিতীয়া নারী উদ্যোক্তা এ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাহানারা যুব মহিলা সংস্থার পরিচালক জাহানারা খাতুন শুভেচ্ছা বক্তব্যে সংস্থার সার্বিক অর্জন ও অদ্বিতীয়া নারী উদ্যোক্তা এ্যাওয়ার্ড এর প্রেক্ষাপট আলোচনা করেন। সমাজের কল্যাণে ও নারীর অর্থনৈতিক এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় এ বছর ৫টি ক্যাটাগরিতে ১৫ জন সফল নারীদের অদ্বিতীয়া নারী উদ্দ্যোক্তা এ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়েছে। সফল আত্মকর্মী ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন হেলেন আক্তার কামনা ও নাজমা মিনু, সমাজসেবা ও সামাজিক অন্তর্ভূক্তি ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন লিজা হোসাইন ও মোছাঃ নুসরাত জাহান রোজা, দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন শিরিন সুলতানা, মোছাঃ চুমকি খাতুন, জান্নাতুল ফেরদৌস, মোছাঃ আজমিরা খাতুন, নারী কল্যাণ ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন মোছাঃ ফারহানা আফরোজ, মোছাঃ নাহিদা খাতুন ও মোছাঃ আরিফুন্নেছা এবং বিউটিফিকেশন ও প্রশিক্ষক ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন মোছাঃ রোজিনা আক্তার, মুন্নি আক্তার, মোছাঃ সালমা পারভীন ও সুজাতা রহমান।
এছাড়াও সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও দেশ গঠনে স্বেচ্ছাসেবক কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ট স্বেচ্ছাসেবক পুরষ্কার পেছে ৬ জন যুব সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাব্বিক হাসান, ব্যবস্থাপনা পরিচালক- কেরু এন্ড কোং (বিডি) লিমিটেড, সন্মানিত অতিথি উপস্থিত ছিলেন প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ (অব:), চুয়াডাঙ্গা সরকারি কলেজ, ফিরোজ আহমেদ উপ-পরিচালক- যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন বিপুল আশরাফ, সাধারণ সম্পাদক – প্রেস ক্লাব, চুয়াডাঙ্গা, মো. জাকির হোসেন খাঁ, সহকারি-পরিচালক – যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গা, মো. ফিরোজ আহমেদ সবুজ, সভাপতি – কেরু এমপ্লয়িজ ইউনিয়ন, অনুপ কুমার মন্ডল, নির্বাহী পরিচালক – অপরাজিতা যুব কল্যাণ সংস্থা ও জাতীয় যুব কাউন্সিলর, খুলনা, ড. মুন্সি আবু সাইফ, সহযোগী অধ্যাপক – চুয়াডাঙ্গা সরকারি কলেজ, মানিক আকবর স্টাফ রিপোর্টার ইনডিপেনডেন্ট টেলিভিশন চুয়াডাঙ্গা, মুজিবুর রহমান, সভাপতি – গৃহগ্রাম যুব সংগঠন ও জাতীয় যুব কাউন্সিলর , মাগুরা।
উল্লেখ ২০১০ সালের ১৪ই ফেব্রুয়ারি থেকে কাজ করে যাচ্ছে সংস্থাটি। দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলার নিন্ম মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করণের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে সর্বস্তরের নারী, যুব ও শিশুদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়নে সংস্থাটি কাজ করে চলেছে। উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণ, বেকারত্বহ্রাস, নারীদের ঋতুকালীন স্বাস্থ্য-ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধি, জেন্ডার উন্নয়ন, বাল্য বিবাহ, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়ন, যুবদের মধ্যে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম, স্যানিটেশন ব্যবস্থাপনা, মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক তথ্য পরামর্শ, তথ্য প্রযুক্তিতে প্রাথমিক ধারনা ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপন কর্মসূচী, স্বেচ্চায় রক্তদান, সহ ইত্যাদি বিষয়ে কাজ করে যাচ্ছে। বেকার ও বিধবা অসহায় যুব নারী ও জ্যেষ্ঠদের আত্মকর্মসংস্থান ও সমাজে তাদের মর্যাদা প্রদানে জাহানারা যুব মহিলা সংস্থার মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ, নকশি কাঁথা ও কুটির শিল্প, বিউটি পার্লার, সেলাই ও পোশাক তৈরি, ছাগল ও গাড়ল পালন, গবাদি পশু ও হাঁস মুরগি পালনসহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ প্রদান এবং আত্ম-কর্মসংস্থানের জন্য প্রকল্প গ্রহণে তাদের উদ্বুদ্ধ করে থাকে সংস্থাটি। যাহার ফলে তাদের অর্থনৈতিক স্বচ্ছলতায় এবং জ্যেষ্ঠদের প্রতি সেবাদানে কার্যকরী ভূমিকা রাখে। এভাবে সংস্থাটির মাধ্যমে অনেক পরিবারের সদস্যদের আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাছাড়া দেশের উন্নয়নের স্রোতধারায় যুবদেরকে সম্পৃক্তকরনে অবদান রেখে যাচ্ছে সংস্থাটি। যাহার ফলস্বরুপ শ্রেষ্ট সংগঠক হিসেবে মাননীয় যুব ও ক্রিড়া উপদেষ্ঠার কাছ থেকে জাতীয় যুব পুরষ্কার-২০২৪ গ্রহণ করে সংস্থাটির পরিচালক জাহানারা খাতুন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জাহানারা যুব মহিলা সংস্থার পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি জাহানারা খাতুন বলেন সমাজের কল্যাণে ও নারীর অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে অদ্বিতীয়া নারী উদ্দ্যোক্তা এ্যাওয়ার্ড। আমরা মনে করি এই সম্মাননা সমাজ তথা নারীদের অর্থনৈতিক ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ ভূমিকা ও অনুপ্রেরণা প্রদানে সহায়তা করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজিবুর রহমান, সভাপতি – গৃহগ্রাম যুব সংগঠন ও জাতীয় যুব কাউন্সিলর , মাগুরা।










