আলমডাঙ্গায় হারদী থানা পাড়ায় আবেদা খাতুন বালিকা হেফজ মাদ্রাসার পুরস্কার বিতরণ ও হাফিজা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ : সকাল ১০ টায় মাদ্রাসার ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মামুন রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শফিউল আলম বকুল।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারদী ইসলামী ব্যাংকের ইনচার্জ কাইম উদ্দিন হিরো,মাদ্রাসার সম্মানিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
পুরস্কার বিতরণ ও সংবর্ধনা শেষে দুপুর ১টায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।