মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে আন্তঃ উপজেলা কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত।
Spread the love

তৌহিদ :
তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাগুরায় আন্ত:উপজেলা অনুর্ধ্ব-১৮ কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ জানুয়ারী বিকালে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই কাবাডি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহাবুবুল হক , সহকারি কমিশনার আমিনুল ইসলাম, এনডিসি মো:মোজাহিদুল ইসলাম ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী সহ আরো অনেকে। এ টুর্নামেন্টে বালিকা গ্রুপে মাগুরা সদর ও শালিখা উপজেলা অংশ গ্রহণ করে। বালিকা গ্রুপের ফাইনাল খেলায় শালিখা উপজেলা ২০ পয়েন্ট অর্জন করে মাগুরা সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, বালক গ্রুপে মাগুরা সদর.শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলা অংশ নেয়। বালক গ্রুপের ফাইনাল খেলায় মহম্মদপুর উপজেলা ২১ পয়েন্ট অর্জন করে মাগুরা সদরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
কাবাডি খেলা পরিচালনা করেন মাগুরার কৃতি সন্তান ও আন্তর্জাতিক কাবাডি খেলোয়ার মোঃ সাজিদ হোসেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31