মেহেরপুর :
মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি'র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপি কেন্দ্র ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠন করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
শুক্রবার (৩১জানুয়ারি), বিকেল ৪ টার দিকে মেহেরপুরের খাঁন কমিউনিটি সেন্টারে সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সভা থেকে দু'টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
যৌথ সমাবেশে মেহেরপুর জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতুর সভাপতিত্বে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনছা-উল-হক, জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, মীর ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ ও আইন বিষয়ক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নাসিম।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টুসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলের সবাইকে নিয়ে নতুন শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন। দ্রুততম সময়ের মধ্যে এ দুটি ইউনিটের আহবায়ক কমিটির মাধ্যমে নতুন কমিটি গঠন প্রক্রিয়া শুরু হবে বলে জানান আহবায়ক ও সদস্য সচিব।