জাতীয় হিন্দু মহাজোটের কালিহাতী উপজেলা শাখার সভাপতি পুলক ভৌমিক পরলোক গমন
Spread the love

শুভ্র মজুমদার : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ও বর্ষীয়ান সমাজসেবক পুলক ভৌমিক আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

শীতলপুর গ্রামে জন্ম নেওয়া পুলক ভৌমিক ছিলেন সর্বজনশ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। যদিও দীর্ঘদিন ধরে তিনি কালিহাতী পৌরসভার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন, তবুও তাঁর শেকড় ছিল মানুষের হৃদয়ে। কর্মজীবনে সমাজসেবা, মানবাধিকার এবং হিন্দু সম্প্রদায়ের কল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।বৃহস্পতিবার দুপুড়ে কালিহাতীর সালেংকা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধারা সেখানে উপস্থিত হয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

জাতীয় হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গভীর শোক প্রকাশ করে বলেন, পুলক ভৌমিক শুধু আমাদের সংগঠনের নয়, গোটা হিন্দু সমাজের এক অমূল্য সম্পদ ছিলেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।এদিকে, টাঙ্গাইল জেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ পৃথকভাবে শোকবার্তা জানিয়েছেন এবং তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন।পুলক ভৌমিকের মৃত্যুতে কালিহাতীসহ সমগ্র টাঙ্গাইলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে—এটাই সকলের প্রত্যাশা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31