
সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরিদপুর বাজার অফিসে বেলগাছি ইউনিয়ন জামায়াতের টিম বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। তিনি তার বক্তব্যে বলেন ইসলামী আন্দোলন আমাদের কেন করতে হবে? আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক দায়িত্বশীল এর নিজেদের মান উন্নয়নের মাধ্যমে সর্বোপরি সংগঠন পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রত্যেকের জীবনের পার্থিব কাজের মধ্যে থেকে ইসলামী আন্দোলনের জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করে সংগঠনের প্রত্যেকটা বিভাগকে গতিশীল করতে হবে। এছাড়াও গত মাসের পর্যালোচনা এবং আগামী মাসের পরিকল্পনা কর্মবন্টন ও বাস্তবায়নের জন্য দিক নির্দেশনামূলক কথা বলেন। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলগাছি ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা শহিদুল হক, সহ- সেক্রেটারি আব্দুল জব্বার, মসজিদ মিশন মানব সম্পদ ও মানবাধিকার সম্পাদক আহসান হাবীব, অফিস ও কৃষিকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম মজনু, যুব প্রচার তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক র ফারুক জনি, শ্রমিক কল্যাণ সম্পাদক আশরাফুল আলম। উক্ত বৈঠক পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির বেলগাছি ইউনিয়ন শাখার সহ -সেক্রেটারি আব্দুল জব্বার।










