সকলের সমন্বয়ে , স্বাস্থ্যসেবা ঘরে ঘরে’ চুয়াডাঙ্গায় বেসরকারি চিকিৎসকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
Spread the love

এসএফটিভি ডেক্স ঃ চুয়াডাঙ্গায় এবার বেসরকারি চিকিৎসকগণকে একই ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সকলের সমন্বয়ে , স্বাস্থ্যসেবা ঘরে ঘরে’ শ্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু হয়েছে ‘ নন গভার্ণমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা’র। চক্ষু বিশেষজ্ঞ ডা.ফকির মহাম্মদকে সভাপতি ও ইমপ্যাক্ট হাসপাতালের প্রশাসক ডা. শাফিউল কবীর জিপুকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
নতুন এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের চেম্বার ভবনে সদস্যদের মহামিলন অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাক্তিগত চেম্বারে কর্মরত ৭৮জন চিকিৎসক অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়।
ডা.ফকির মহাম্মদকে সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. শাফিউল কবীর জিপু। সংগঠন তৈরির প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ডা. মুস্তাক রহমান জোয়ার্দ্দার। ডা. আব্দুল্লাহ আল মামুন রাজীব ও ডা. শিরিনা আক্তার শিরিনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি। বেসরকারি চিকিৎসক দের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন ডা মো আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও আনন্দ টিভির সাংবাদিক সোহেল সজীব।
সভাপতি ফকির মহাম্মদ বলেন, আমাদের মূল লক্ষ্য সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে সুচিকিৎসা পৌঁছে দেওয়া। যেহেতু সরকারী হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নাই, আমরা পরিপূরক হিসেবে সরকারি হাসপাতালের প্যারালালী চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই। আমাদের মধ্যে ডেন্টিস্ট, গাইকোনোলজিস্ট, অর্থোপেডিকস, চক্ষু ও হার্টসহ সকল রোগের চিকিৎসক রয়েছে। ভবিষ্যতে সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নতমানের হাসপাতাল তৈরির লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে স্যাটেলাইট ক্লিনিকের আদলে কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
নতুন এই সংগঠনের অন্যান্য পদগুলোর মধ্যে সহসভাপতি: ডা.তরিকুল ইসলাম , ডা. নাহিদ ফাতেমা রত্না, ডা. মো. আব্দুল হাকিম , ডা. মিজানুর রহমান ও ডা. এম বি আজম ; যুগ্ম সাধারণ সম্পাদক: ডা.ইয়াসির আরাফাত, ডা. রেজওয়ানুল হক সজীব , ডা. মো আব্দুল্লাহ আল মামুন ও ডা. আবু ওমায়ের সালেহীন ; সাংগঠনিক সম্পাদক : ডা. আব্দুল্লাহ আল নোমান, ট্রেজারার : ডা. নাহিদ ফাতেমা রত্না ( ভারপ্রাপ্ত), দপ্তর সম্পাদক: ডা. মো. মোহাইমিনুল ইসলাম সাতিল , প্রচার ও প্রকাশনা সম্পাদক : ডা. আব্দুল্লাহ আল মামুন রাজীব,সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক : ডা. শিরিনা আক্তার শিরিন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক: ডা. সাহিদা খাতুন , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : (ভারপ্রাপ্ত) ডা. মুস্তাক রহমান জোয়ার্দ্দার , সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: ডা. ফাতেমা তুজ জোহরা , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : ডা. শাকিল আহমেদ ,ক্রীড়া বিষয়ক সম্পাদক: ডা. সুজাউদ্দিন পরাগ , সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: ডা. জান্নাতুল ফেরদৌস সীমা এবং কার্যকরী সদস্য : ডা. পারভীন ইয়াসমিন , ডা. লীফা নারছিস চৈতী , ডা. নওরীন সেতু, ডা. মেহেনাজ মুনমুন মিমি , ডা.মারিয়া হক ,ডা. আরিফা নাসরিন ও ডা. নিশাত তাসনীম ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31