তৌহিদ : সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি ইসলামিক সাংগীত জগতের বিশিষ্ট শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুরের মা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য হাফেজা আসমা খাতুন এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার ৩১ ডিসেম্বর ঢাকাস্হ মগবাজার আল ফালাহ মিলনায়তনে বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী ও মরহুমার ছোট ছেলে সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় ও বড় ছেলে নিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর সভাপতি নুরুল ইসলাম বুলবুল মরহুমার মেয়ে জামাই অধ্যাপক গোলাম আযম এর ছেলে আব্দুল্লাহ আল আযমী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,"ইসলাম প্রতিষ্ঠার জন্য হাফেজা আসমা খাতুন ছিলেন নিবেদিত প্রাণ। তিনি ইসলামের খেদমতে একসময় বাংলাদেশের সর্বত্র দাপিয়ে বেড়িয়েছেন। তিনি সাংসারিক ও পারিবারিক জীবনেও ইসলামকে প্রাধান্য দিয়েছেন তাইতো তার সবগুলো ছেলেমেয়ে ইসলামী জীবন মেনে নিয়ে ইসলামের খেদমতে নিজেদেরকে আত্মসমর্পণ করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য ছিলেন।তার স্বামী এবং তিনি উভয়ে কোরআানে হাফেজ ছিলেন। সর্বপুরি তিনি একজন ভালো মহিয়সী নারী ছিলেন। আমরা সবাই দোয়া করি মহান সৃষ্টিকর্তা উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।"