সুব্রত চন্দ্র দাস : ভারতের মাওলানা ইবরাহিম দেওলা সাহেবের আম বয়ানের মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা। বয়ানের অনুবাদ করছেন কাকরাইলের মুরুব্বি মাওলানা জুবায়ের সাহেব।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শূরাপন্থী তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। শুক্রবার ফজরের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর সকাল ১০টার দিকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। দুপুরবেলা অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের সাহেব।
তিনি আরো জানান, এবারের ইজতেমা শূরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ শুক্রবার ৩১ জানুয়ারি ও আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা আগামী ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এবার বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুরো বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কোন ধাপে কোন অঞ্চল অংশগ্রহণ করবে তা ইতোমধ্যে জেলার দায়িত্বশীলদেরকে জানানো হয়েছে।
প্রথম ধাপে অংশগ্রহণ করছেন গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দোহার, ডেমরা, কাকরাইল, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারি, দিনাজপুর, রংপুর, বগুরা, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাংগা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষিপুর, চাদপুর, বি.বাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাপাই নবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলার মুসল্লিরা। এই ধাপে ঢাকার একাংশসহ মোট ৪১টি জেলা অংশগ্রহণ করছে।
দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করছেন যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা,