
সিংগাইরে সায়েস্তা ইউনিয়ন গণ অধিকার পরিষদের আয়োজনে ব্যাডমিন্টন সিজন-১ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭ টারদিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর উঁচা ব্রিজ এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ৮নং ওয়ার্ড ২-১ সেটে ৭নং ওয়ার্ডকে পরাজিত করে বিজয়ী হয়।মানিকগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি জনাব সোলায়মান দেওয়ান বিকাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনিস মোল্লা।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর থানা অফিসার ইনচার্জ জনাব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ।এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকারের আহ্বায়ক দেওয়ান মোঃ আল আমিন, গণ অধিকার পরিষদের উপজেলার সদস্য সচিব হাবিবুর রহমান হাবু ,মানিকগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি জনাব মোঃ শেখ সামছুল হক এবং সহ সভাপতি মোঃ মুসা, মানিকগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ সহ-সভাপতি জনাব মাজহারুল ইসলাম নাঈম ।উক্ত অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।










