
তৌহিদ : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে খালের পাশের একটি বাগান থেকে মান্নান মোল্লা (৩৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা জানান , নিহত মান্নান মোল্লা পেশায় ভাড়ায় চালিত একজন মোটরসাইকেল চালক। ভাড়ার কাজে বের হয়ে গত বুধবার রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে কোথাও পায়নি। পরে গতকাল সকালে টুপিপাড়া খালের পাশে একটি বাগান থেকে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, সকাল সাড়ে সাতটায় পথচারীরের মাধ্যমে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়।যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহৃ পাওয়া গেছে। প্রাথমিত ভাবে ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে হত্যার ঘটনাটি ঘটতে পারে। তবে ময়না তদন্ত শেষে হত্যার প্রকৃত কারন বলা যাবে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। নিহত মান্নান মোটরসাইকেল রাইড শেয়ার করতো বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা হচ্ছে।










