
আলডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ১ জন আসামী গ্রেফতার করেছে।গতকাল, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার,ও ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি রাত অনুমান আড়াই ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন বকসিপুর এলাকা হতে আলমডাঙ্গা থানার মামলা নং-২০, তাং-২৯/১/২০২৫ খ্রিঃ, ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর আসামী বকসিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে, মোঃ লিটন আলী(৩২),, মাতা- মোছাঃ সালেহা খাতুন, সাং- , থানা- আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।আজ তাকে শংস্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করা হবে।
ভিউ: ৭২৮










