
মোঃ তরিকুল ইসলাম : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর ও আজিমপুর গ্রামের সংযোগস্থলে লক্ষ্মিরখালের ওপর নির্মিত আয়রন সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘ তিন বছর ধরে সেতুটি ব্যবহার করলেও এটি এখনো ধসে পড়েনি। তবে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতুটি পার হচ্ছেন হাজারো মানুষ।
২০০১ সালে নির্মিত সেতুটির লোহার কাঠামো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। সাময়িকভাবে কাঠের তক্তা দিয়ে মেরামত করা হলেও তা কার্যকর থাকেনি। সেতুর দুর্বল অবস্থার কারণে এলাকাবাসী বিশেষত স্কুলগামী শিক্ষার্থীরা, কৃষক ও অসুস্থ রোগীদের পরিবহনে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন। যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকায় দুই পাড়ের মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুটি পারাপারের সময় স্থানীয়রা হাত দিয়ে ধরে মোটরসাইকেল পার করাচ্ছেন, যা অত্যন্ত বিপজ্জনক। স্থানীয় তাহেরপুরের বাসিন্দা মোহাম্মদ ফাহিম বলেন, “সেতুটি ধসে পড়ার আগেই কার্যকর পদক্ষেপ নিতে হবে










