মোঃ গোলাম মুকতাদির: চুয়াডাঙ্গায় মাদরাসাতুল মুনাওয়ারাহ্ ছাত্র আঞ্জুমান কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন ও কিরাত প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ জানুয়ারি দুপুর ৩ টায় চুয়াডাঙ্গা পৌর শহরের ২ নং ওয়ার্ডধীন পলাশ পাড়ায় অবস্থিত মাদরাসাতুল মুনাওয়ারাহ্ মাদরাসা প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল নীলকন্ঠ ডট কমের সম্পাদক ও প্রকাশক মো.আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিযোগিতার সম্মানিত বিচারক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি গোলাম মুকতাদির ও হাফেজ মাওলানা মুফতি আহমাদ জুবায়ের।
অনলাইন নিউজ পোর্টাল নীলকন্ঠ ডট কম ও হুসাইন প্রিন্টিং প্রেসের পৃষ্ঠপোষকতায় এবং মাদরাসাতুল মুনাওয়ারাহ্ ছাত্র আঞ্জুমানের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগীতায় অংশ নেওয়া কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও বিচারকদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিফজুল কোরআন প্রতিযোগীতায় ৩০ পারা গ্রুপ ,১০ পারা গ্রুপ,৫ পারা গ্রুপ ও কিরাত গ্রুপে গ্রুপে ৭ জন করে মোট ২৮ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলকন্ঠ ডট কমের সম্পাদক ও প্রকাশক মো.আব্দুস সমাদ বলেন,
হীরা মুক্তা যা বাজারে কিনতে পাওয়া যায় সেটার চেয়েও কোরআনের এই শিক্ষার্থীরা বেশি দামি। তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। কোরআনের আলো সব জায়গায় ছড়িয়ে দিবা।
আজ যারা ভালো করেছো তাদেরকে নিজেদের স্থান ধরে রাখতে হবে। আর যারা আশানুরূপ অর্জন করতে পারোনি। তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে সামনে ভালো করবা এটাই প্রত্যাশা করি।
ভবিষ্যৎতে তিনি এ মাদ্রাসার যেকোনো কাজে এবং সকল ভালো কাজে পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি আহমদ জুবায়ের ছাত্রদেরকে ভালোভাবে পড়াশোনা করার মাদ্রাসা না পরিবর্তন করার উপদেশ দেন। এবং মুফতি গোলাম মুকতাদির ছাত্র আঞ্জুমানকে ধন্যবাদ জানান এই মহতী অনুষ্ঠান করার জন্য। মাদরাসাতুল মুনাওয়ারাহ্ ছাত্র আঞ্জুমানের সভাপতি হাফেজ আহমদ উসাইদ বলেন, এতো বড় আয়োজন ভালো ভাবে শেষ করতে পেরে আল্লাহর কাছে এবং আমার সহপাঠীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আরও এমন আয়োজন উপহার দিতে পারি এজন্য সবার কাছে দোয়া প্রার্থী।