
মাসুদ চৌধুরী সাঈদ : তরুণ্য উৎসব উপলক্ষ্যে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৩ দিনব্যাপী পিঠা ও গুড় মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিঠা ও গুড় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক, ড.মানোয়ার হোসেন মোল্লা। উদ্বোধনের পর স্টল পরিদর্শন করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, মানিকগঞ্জ জেলা কালচারাল অফিসার মোখলেছা হিলালী। এ পিঠা ও গুড় মেলা ২৮ জানুয়রি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে। এই মেলায় প্রায় শতাধিক স্টল রয়েছে। এ মেলায় শুরুতেই দর্শনার্থীদের উপচে পড়া ভীড় দেখা যায়।
ভিউ: ২৮৭










