
মোঃ হাসান মিয়া; পাবনার সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন ডিমের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা দ্রুত পালিয়ে যায়। পরে আশেপাশের থেকে স্থানীয় জনগণ আহত লিখন মোল্লাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বগুড়া মেডিকেলে প্রেরণ করেন।
এ ঘটনায় সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
হামলাকারীরা চিহ্নিত আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।










