
মো;জাহিদুল ইসলাম , গানাসাস মার্কেটের সামনে আজ বিকেল ০৪ টায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “দীপান্তর ২৪”, গাইবান্ধার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ এস এম মনিরুজ্জামান সবুজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ নুরী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলার সভাপতি ছাত্রনেতা পরমানন্দ দাস,রাহেলা সিদ্দিকা, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ। বক্তারা বলেন , শিক্ষকরা জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর তাদের কে বঞ্চিত রেখে ঐক্যবদ্ধ জাতি গঠন হবে কিভাবে, সেই শিক্ষক যখন তার অধিকার আদায়ের জন্য রাজপথে দাড়ায় আর সেখানে তাদের হাতে গড়া ছাত্র রাষ্ট্রের পুলিশ বাহিনী নির্মম নির্যাতন চালিয়ে ক্ষত বিক্ষত করে। গনঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী। বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। অথচ সেই রাষ্ট্রের পুলিশ বাহিনীর নির্মম নির্যাতন করে। অবিলম্বে দায়ী পুলিশদের বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।সেই সাথে শিক্ষার গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহবান জানান।










