ওমর ফারুক আহম্মদ প্রতিনবধি:
আটপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতার প্রভাব খাটিয়ে ‘ভূমিদস্যু’ আজিজুল হক আওয়ামী লীগের দোসর ভুমিদূস্য অসিম কুমার উকিলের চত্রচায়া থেকে ভুমিহীন নারী মহিলাদের জমি দখল চাঁদাবাজি সকল কাজের সাথে ইনভলভ ছিল। জোর করে জমি দখল করার অভিযোগ এনে এর প্রতিবাদ এবং শান্তিপূর্ণ ভাবে সংবাদ সম্মেলন করেছে এলাকায় বাসি।সোমবার (২৭ জানুয়ারি ) জেলার আটপাড়া উপজেলার ৩ নং লুনেশ্বর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড নক্তি বিল নারাচাতল গ্রামের সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানানো হয়।এলাকায় বাসি বলেন শান্তিপূর্ণ ভাবে সবাই মিলে মিশে কৃষি ফসল চাষি করার জন্য ভূমি কর্মকর্তা নিকট আকুল আবেদন জানান এলাকায় বাসি। আমাদের ওপর হামলা করে তারাই উল্টো প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা তাদের ক্ষমতার সঙ্গে না পেরে সরকারি ভূমি কর্মকর্তার দ্বারস্থ হই।আটপাড়া উপজেলার ভূমি কর্মকর্তা জনাব নিলুফা ইয়াসমিন নিপা বলেন উভয়পক্ষকে স্ব স্ব অবস্থানে শান্তিপূর্ণ থাকার নির্দেশ দেন।এসময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হক আওয়ামী লীগের দোসর ভুমিদূস্য একাধিকবার তার মুঠোফোনে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।