
শফিকুল ইসলাম আলিফ : রোববার রাত সাড়ে ৮টা। লালমনিরহাট রেলওয়ে স্টেশন প্লাফর্মে বাদাম বিক্রি করে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন বাদামের ফেরিওয়ালা মমিনুর রহমান (৩৩)। তার বাড়ি রংপুরে কাউনিয়া উপজেলার টেপামধুপুর গ্রামে। রোববার দিনভর ২২শ টাকার বাদাম বিক্রি করেছেন তিনি। স’ন্ত্রা’সীরা ধারাল ছুরি ঠেকিয়ে তার ২২শ টাকা কেড়ে নিয়েছে। এজন্য কাঁদছিলেন মমিনুর।
মমিনুর জানান, প্রতিদিন সকাল থেকে রাত পযর্ন্ত ট্রেনের কামড়া ও প্লাটফর্মে বাদাম বিক্রি করেন। ২০০০ থেকে ২৫০০ টাকার বাদাম বিক্রি করে ৬০০-৭০০ টাকা উপার্জন করেন প্রতিদিন। তার পরিবারে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধা মা রয়েছেন। ফেরি করে বাদাম বিক্রির উপার্জন দিয়ে সংসার চলে তার ’আমার কাছ থেকে বাদাম কিনবেন। আমাকে প্লাটফর্মের পাশে ডেকে নিয়ে যান তিনজন যুবক। এদের প্রত্যেকের বয়স ২০-২২ বছর হবে। আমি তাদেরকে চিনি না।’ ‘তারা প্রথমেক এক হাজার চাঁদা দাবি করেন। আমি দিতে রাজি হই না। আমার সাথে কথা কাটাকাটি হয়। পরে তারা ধারাল ছুরি বের করে আমার গলায় ধরেন। আমার কাছে বাদাম বিক্রির ২২শ টাকা ছিলো। তারা সবগুলো টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন,’ তিনি বলেন। “আমি চিল্লাচিল্লি করলে লোকজন ছুটে এসে সন্ত্রাসীদের খু*জে পাওয়া যায়নি,’ তিনি বলেন।
মমিনুর জানান, স’ন্ত্রা’সীরা বলেছিলেন আমার টাকা দিয়ে তারা মাদকদ্রব্য কিনবেন। আমি গেল ১৬ বছরধরে ফেরি করে বাদাম বিক্রি করি কিন্তু কোনদিনই এমন পরিস্থিতিতে পড়িনি।










