
আলমডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক বোনভোজন ২০২৫ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।গতকাল আলমডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইনিস্টিউটে সকাল ৯ টার সময় সকলে উপস্থিত হন।পিকনিক পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভুমি আশিষ কুমার বসু।দেশের তৃতীয় স্তম্ভ হল সাংবাদিক ভাইয়েরা,তারা সমাজের দর্পন,আমি আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক বিশেষ করে সভাপতি,সম্পাদক মহদয়ের সাথে মেলা মেশা করার সুযোগ হয়,উনারা খুব একটিভ বলে মনে হয়েছে।আজ আপনাদের সাথে একত্রিত হতে পরে নিজেকে ধন্য মনে করছি।সকল সাংবাদিক ভাইদের সাথে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি।আপনাদের সুনাম মুখের উপর করা ঠিক নয়,তবুও বলছি অনেক উপজেলা থেকে আলমডাঙ্গার সাংবাদিকরা ভাল।তারা সংবাদ সংগ্রহ করে নিজেরা নিউজ করে দেয়।অনেক সময় তাদের ডাকতে হয়না,এটাইতো সাংবাদিকতার গুন।আমি আপনাদের সফলতা কামনা করছি।আশা করব সকলে মিলে মিশে কাজ করবেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি ট্রেনিং ইনিস্টিউটের পরিচালক ডাক্তার গোলাম হাইদার।তিনি বলেন ১৯৭৮ সালে ভিটিআই প্রতিষ্ঠার পর থেকে খুবই অবহেলিত ছিল।এছাড়াও অবকাঠামোর অবস্থাও নাজুক,আমি ডিজি মহদয়ের কাছে বহুবার তদবির করেছি।কিন্ত কোন কাজ হয়নি।পরে আলমডাঙ্গা এলজিইডি থেকে প্রাককলন প্রস্তুত করে ঢাকায় পাঠিয়ে তদবির করি,এমপি মহদয় ডিও দেবার পরও কাজ হয়নি,আমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মহদয়ের কাছে সব খুলে বলার পর উনি আমলে নেন।পরে রাস্তাটি নির্মান করতে সক্ষম হয়েছি।আলমডাঙ্গা ভিটিআইতে আমার পোষ্টিং হবার পর আমার পরিবারের পক্ষ থেকে আপত্তি করে পোষ্টিং বাতিল করতে অনুরোধ করেন।আমি কারো কোন কথা না শুনে এখানে জয়েন করে কাজ করতে থাকি,পরে দেখলাম আলমডাঙ্গার মত এত ভাল স্টেশন আমি কোথাও পাইনি,এখানকার মানুষ খুবই ভাল।আমি যতদিন থাকব ততদিন এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাব।থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই আলমগীর,হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক কবি আসিফ জাহান,প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম,যুগ্ম সম্পাদক বসিরুল আলম।প্রেসক্লাবের সদস্য ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, সহসভাপতি -আলমডাঙ্গা প্রেসক্লাব মৌলভী আবুল কাশেম, সহসভাপতি -আলমডাঙ্গা প্রেসক্লাব, জামসেদুল হক মুনি,সহসভাপতি -আলমডাঙ্গা প্রেসক্লাব হাবিবুর রহমান রুনু সহসভাপতি – আলমডাঙ্গা প্রেসক্লাব, সৈয়দ সাজেদুল হক মুনি,যুগ্ম সম্পাদক – আলমডাঙ্গা প্রেসক্লাব কে এ মান্নান, যুগ্ম সম্পাদক – আলমডাঙ্গা প্রেসক্লাব,শাহাবুল হক,সাংগঠনিক সম্পাদক – আলমডাঙ্গা প্রেসক্লাব,কাইরুল মামুন কোষাধ্যক্ষ – আলমডাঙ্গা প্রেসক্লাব আতিক বিশ্বাস, দপ্তর সম্পাদক -আলমডাঙ্গা প্রেসক্লাব, আবুল কাশেম টুকু,প্রচার সম্পাদক -আলমডাঙ্গা প্রেসক্লাব, জাফর জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক – আলমডাঙ্গা প্রেসক্লাব,রিফাজ্জুল হোসেন রিফাজ, সাহিত্য ও শিক্ষা সম্পাদক – আলমডাঙ্গা প্রেসক্লাব জামিরুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক – আলমডাঙ্গা প্রেসক্লাব,কবি গোলাম রহমান চৌধুরী, আইসিটি সম্পাদক – আলমডাঙ্গা প্রেসক্লাব, মীর ফাহিম ফয়সাল,কার্যকরী সদস্য -আলমডাঙ্গা প্রেসক্লাব,শামিম রেজা,কার্যকরী সদস্য -আলমডাঙ্গা প্রেসক্লাব,লালটু রহমান কার্যকরী সদস্য -আলমডাঙ্গা প্রেসক্লাব,আবু জাফর,কার্যকরী সদস্য -আলমডাঙ্গা প্রেসক্লাব মহশিন আলি হোসেন,সাধারণ সদস্য -আলমডাঙ্গা প্রেসক্লাব,বিপ্লব হোসেন,আব্দুর রাজ্জাক, সাধারণ সদস্য -আলমডাঙ্গা প্রেসক্লাব,হাসিবুল হোসেন,সাধারণ সদস্য -আলমডাঙ্গা প্রেসক্লাব মাহাফুজ আহম্মেদ, সাধারণ সদস্য -আলমডাঙ্গা প্রেসক্লাব,রাশেদ রানা বিপন,সাধারণ সদস্য সাকিব হোসেন,সাধারণ সদস্য, রুহুল আমিন
সাধারণ সদস্য বহুরুল ইসলাম, সদস্য কবি ম্হসীনুজ্জামান চাঁদ, সভাপতি -বি আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন জিনারুল ইসলাম, কবি আব্দুল খালেক, কবি এম সিদ্দিকুর রহমান,কবি কিশোর কারণিক,
সহকারী অধ্যাপক -এম এস জোহা ডিগ্রি কলেজ মিজানুর রহমান প্রমুখ। সভা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।র্যাফেল ড্রতে মোট ১৫ টি পুরস্কার দেওয়া হয়।এছাড়াও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।পরে কবিতা আবৃতি ও সঙ্গিত পরিবেশ করা হয়।










