
রুহুল আমিন রুকু,
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলমগীর কবির তার নিজ বাড়ী কুড়িগ্রাম সদরে বসে থেকে অফিস না গিয়েই বেতন ভাতা উত্তোলন করে আসছে। দীর্ঘদিন ধরে তিনি বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদে নিয়মিত যাতায়াত না করায় বেগমগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষ তার অবর্তমানে প্রয়োজনীয় বিভিন্ন সনদ থেকে শুরু করে অন্যান্য বিষয় সহযোগিতার অভাবে ভোগান্তির শিকার হয়ে আসছে। কয়েক দফায় বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের পক্ষ থেকে তাকে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে উপস্থিত থাকার জন্য বলা হলেও তিনি বিষয়টি কর্ণপাত না করে নিজের খেয়াল খুশি মতো বাড়িতে বসেই বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আসছে। এ সকল বিষয়কে কেন্দ্র করে পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মেম্বাররা ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে বিষয়টি নিয়ে নালিশ করেছে অথচ প্রশাসন বিষয়টি অবগত হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ ব্যাপারে ২৫ জানুয়ারি শনিবার যোগাযোগ করা হলে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলমগীর কবির জানান, আমি অফিস যাই না। এই বিষয় নিয়ে কথা বলার জন্য মোবাইল করেছেন বলে মোবাইল ফোন কেটে দেন। বিষয়টি নিয়ে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া জানান, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব অফিসে আসে না। তার কোন স্বাক্ষর বা প্রয়োজন হলে তথ্য সেবার উদ্যোক্তা নুর আলম কুড়িগ্রামে গিয়ে সচিবের সাথে যোগাযোগ করে স্বাক্ষর নিয়ে আসে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিলেও কোন প্রতিকার হচ্ছে না। ফলে প্রতিনিয়ত বেগমগঞ্জ ইউনিয়নের মানুষ সরকারের বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।










