
শুক্রবার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দেন চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স। উক্ত আয়োজনে উপস্থিত সংগঠনের সদস্য সচিব মোঃ রনি বিশ্বাস বলেন, চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স সবসময় সাধারণ নিম্ন বিত্ত মানুষের কথা ভাবে। সবরকম মানুষের পাশে দাড়ানোর চেস্টা করে। সে জায়গা থেকেই আজকের কম্বল বিতরণ। আমরা শধু কম্বল নয় ছোট বাচ্চাদের গরমের পোষাক উপহার দিয়ে থাকি। আমরা সবসময় আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদের মাধ্যমে সঠিক অসহায় ব্যক্তিদের তথ্য নিয়ে সঠিকভাবে কাজ গুলো করে থাকি। আপনারা সমাজের সুশীল ব্যক্তিরা আমাদের পাশে দাড়ালে আরো বৃহৎ পরিসরে আমরা কাজ গুলো করতে পারবো।
সংগঠনের সভাপতি মো. আসলাম হোসেন বলেন, প্রতিবছর অনেক প্রতিষ্ঠান এরকম কম্বল উপহার দিয়ে থাকে। সকলে যদি আমরা একসাথে হয়ে বিতরণ করি তাহলে সকলের কাছে পৌছানো সহজ হবে। একজন দুবার পাবে না আবার কেও পাবে কেও পাবেনা সেটাও হবে না।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন অতিথি হিসাবে সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম সহ গ্রামের সুধীজন। চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ তহুরা তাসনীম, সালেকীন আহমেদ।










