মোরশেদ আলম, দুর্গাপুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি ২১ থেকে ২৭ জানুয়ারি ২০২৫ দেশব্যাপী “গণতন্ত্র অভিযাত্রা” পালন করেছে সিপিবি সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটি।শুক্রবার বিকাল ৩ টায় নেত্রকোনা জেলার দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি বিষয়ে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম এর সঞ্চালনায় আলোচনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকার, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি নুর আলম খান প্রমুখ।পরে একটি মিছিল দুর্গাপুর শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে সোমেশ্বরী নদী পাড় হয়ে শিবগঞ্জ বাজারে গিয়ে একটি হাটসভা অনুষ্ঠিত করেন।উল্লেখ্য যে, সারাদেশে পদযাত্রা গণসংযোগ করছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ জেলা, উপজেলা কমিটির নেতৃবৃন্দ। জুলাই আগস্ট ২০২৪ হত্যাকান্ডের বিচার, আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্ধিত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার, জান-মালের নিরাপত্তা প্রদান, চাঁদাবাজি-দখলদারিত্ব-দুর্নীতি-হামলা বন্ধ, জাতীয় সংসদের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ শ্রমজীবী মেহনতি মানুষের দাবি মেনে নিতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাতে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নেওয়া ও নীতিনিষ্ঠ রাজনীতির পতাকা তলে দেশবাসীকে সমবেত হবার আহ্বান জানাতে গত ২১ জানুয়ারি থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী “গণতন্ত্র অভিযাত্রা” করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।