
আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামজামি ইউনিয়ন শাখার উদ্যোগে জামজামি ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকাল চারটায় জামজামি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় । জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজনুর রহমান,সহ সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম মিল্টন এর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন যুবদলের আহবায়ক সালাম শাহ্, যুবদলের সদস্য রানা আহমেদ, জামজামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন মাহমুদ, এছাড়াও জামজামি ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের জামজামি ইউনিয়ন শাখায় মোঃ ফারুক মিয়া কে সভাপতি, মোঃ ইউনুচ আলী কে সাধারণ সম্পাদক, আঃ কাদের কে সাংগঠনিক সম্পাদক সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামজামি ইউনিয়ন শাখার সভাপতি আলম শাহ। এ সময় তিনি বলেন আমরা জামজামি ইউনিয়ন কে বিএনপি’র ঘাটি হিসেবে পরিচিত করাতে চাই আমাদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে সকলে ঐক্য মাধ্যমে কাজ করতে হবে, জামজামি জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, যুবদল, ছাত্রদল সকলকে একসঙ্গে কাজ করতে হবে।










