আলমডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
Spread the love

আলমডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের হল রুমে সকাল ১০ টায় এ ফলাফল প্রকাশ করা হয় এবং একই সাথে ফাউন্ডেশনের ওয়েবসাইটেও ভার্চুয়ালি উন্মোচন করা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে সরকারি কলেজ কেন্দ্রে তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণি পর্যন্ত উপজেলার  ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৩০ জন শিক্ষার্থী এই  বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার চুড়ান্ত ফলাফলে বিভিন্ন স্কুলের ১১২জন বৃত্তি পেয়েছে বলে জানা যায়। এর মধ্যে ২৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে, বাকি সবাই সাধারণ গ্রেডে গেছে বলে জানা যায়। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের সময় আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নুর মোহাম্মদ টিপু জানান, “প্রতি ১০০ জনের ১০ জনের মেধাবৃত্তি প্রদান করার ইচ্ছা থাকলেও অনেক শিক্ষার্থী খুব ভালো করেছে এজন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীর ১০% অনুসারে ৭৩ জন হলেও মেধাবৃত্তিকে বৃদ্ধি করে, ১১২ জনকে উত্তীর্ণ করা হয়। যাদের প্রত্যেকেই যোগ্য।এ বছরই বর্ণঢ়্য আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কে সনদ প্রদানসহ অন্যান্য আনুষ্ঠানিকতা করা হবে “।
ফাউন্ডেশনের সদস্য সচিব ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা বলেন, “উপজেলার বাইরে দক্ষ শিক্ষক দ্বারা এ খাতার মূল্যায়ন করা হয়েছে এবং খাতায় কোডিং এর মাধ্যমে শিক্ষার্থীর পরিচয়পত্র গোপন করার ফলে কোন স্কুলের কোন শিক্ষার্থী তা নিরক্ষকরাও জানতে পারেনি। ফলে এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা পুরোপুরি নিশ্চিত করা গিয়েছে। এ ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ফাউন্ডেশনের কো চেয়ারম্যান সাবেক মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান । এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, আল-ইকরা একাডেমির অধ্যক্ষ এনামুল হক, বিশিষ্ট লেখক সাহিত্যিক ও হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক আসিফ জাহান,আল আরাফা হসপিটালের সত্বাধিকারী সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম,ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাফর জুয়েল , মাথাভাঙ্গা পত্রিকার সহ-ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন, উপজেলা প্রেসক্লাবের সঞ্জু আহমেদ, কলেজিয়েট স্কুলের শিক্ষক মোহাম্মদ কিবরিয়া, মোঃ আশরাফুল ইসলাম আশা প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামশেদুল হক মুনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31