কাউখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ প্রতিষ্ঠানকে জরিমানা
Spread the love

পিরোজপুরের কাউখালী উপজেলায়,কাউখালী দক্ষিণ বাজারে,জেলা এনএসআই গোয়েন্দা সংস্থার তৎপরতায় অতঃপর মোবাইল কোর্টের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে জরিমানা ও পরিত্যক্ত স্থান থেকে পলিথিন জব্দ করা হয়।

অদ্য ২৪ জানুয়ারি (শুক্রবার)সকাল ১১ ঘটিকার সময় উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিন, পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তৎপরতায় ও গোপন সংবাদের ভিত্তিতে, উপজেলা ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এবং কাউখালী থানা পুলিশের যৌথ উদ্যোগে,মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় শাহাদাত স্টোর এর ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভেতর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিক নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর অধীনে মো:শাহাদাৎ কে ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট। পাশাপাশি,কাউখালী দক্ষিণ বাজারেরই অন্য একটি খোলা জায়গায় মজুদকৃত ১২০কেজি পলিথিন জব্দ করা হয়। তবে,এই ১২০ কেজি পলিথিনের মালিকানা কেউ দাবি না করায় কাউকে জরিমানা করা হয় নি। মোবাইল কোর্ট পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান যে,”জব্দকৃত পলিথিন” বিধি মোতাবেক পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে হস্তান্তর করা হবে। পরবর্তীতে এই পলিথিন কে ঢাকায় প্রেরণ করে রিসাইকেল করা হবে। ইতিপূর্বে নিষিদ্ধ পলিথিন মজুদকরণ ও বাজারজাতকরণে একাধিকবার জরিমানা ও জব্দ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত পলিথিন মজুদ করণ বাজারজাতকরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে কাউখালী বাজারে মাইকিং করা হয়েছিল।

এই বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী(ভূমি) কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বাংলাদেশ সরকার পরিবেশ দূষণমুক্ত রাখতে পলিথিন মজুদ, বিক্রয় ও ব্যবহারে আইন বাস্তবায়ন এবং নিষিদ্ধ ঘোষণা করেছেন।সরকারি আইন প্রণয়নে ও বিধি মালায় এ সকল অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ও জরিমানা চলমান থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31