
তৌহিদ : মাগুরাতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী পালিত। এ উপলক্ষে শুক্রবার ২৪ জানুয়ারী সকাল সাড়ে এগারোটায় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে শহরের ভায়নার মোড় থেকে একটি শোক র্যালি বের হয়ে চৌরঙ্গী মোড় হয়ে বিএনপির ভায়না মোড়স্থ কার্যালয়ে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যথাক্রমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল,সহ-সভাপতি আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ,কৃষক দলের যুগ্ম আহবায়ক আরমান সহ অনেকে। সভা শেষে শহরের ভায়না মোড়ে অবস্থিত আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।










