রংপুরে শহীদ আবু সাঈদ চত্বরের পথসভায় আমীরে জামায়াত
Spread the love

“জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদকে দেশ ও জাতি স্মরণ রাখবে অনন্তকাল।” -ডাঃ শফিকুর রহমান। ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ৯ টায়, রংপুরে শহীদ আবু সাঈদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর তাজহাট থানা শাখার আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডাঃ শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত বলেন,
আবু সাঈদ এর মতো সন্তান জন্ম দেয়ার জন্য রংপুরবাসী আপনারা ধন্য। আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আপনাদের প্রতি এ দেশ ও জাতি চির কৃতজ্ঞ। আবু সাঈদ এর ঋণ এ জাতি কোনদিন শোধ করতে পারবেনা।কখনো শোধ করা সম্ভবও না।

আমীরে জামায়াত আরো বলেন, যারা অন্যায়ভাবে, নির্দয়ভাবে হাজার-হাজার ছাত্র-জনতা হত্যা করলেন, আহত করলেন, পঙ্গু করলেন, সাভারে নিহতদের পুড়িয়ে ছাই করলেন, এই খুনিদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন, এই শহীদ ও আহতরা যে লক্ষ্যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে আহত হয়েছে, সে লক্ষ্য পূরণ করাই এখন আমাদের মূল উদ্দেশ্য।
ছাত্ররা চেয়েছিলেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করার। সে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যহত থাকবে, ইনশাআল্লাহ।

ডাঃ শফিকুর রহমান বলেন, আমি মহান রবের কাছে দোয়া করি, তিনি যেন বাংলাদেশের ঘরে ঘরে আবু সাঈদ, মুগ্ধ ইয়ামিনের মতো সন্তান গর্ভধারণ করার মতো মা যুগে-যুগে পাঠান। যে সন্তান দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেবে, দুর্নীতি করবে না, লুটপাট করবে না, অর্থ পাচার করবেনা, দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর মত ভূমিকা রাখবে এবং সমাজের সার্বিক কল্যাণে সদা সর্বদা তৎপর থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান, মহানগর সেক্রেটারি কে আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি ছাত্র নেতা নুরুল হুদা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি ছাত্রনেতা সোহেল রানাসহ অন্যান্য মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর সঞ্চালনায় পথসভায় সভাপতিত্ব করেন, তাজহাট থানা আমীর মাওলানা রবিউল ইসলাম।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31