সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক কর্তৃক জনসচেতনতামূলক মতবিনিময় সভা
Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ : ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ ১৫৫০-১৭১০ ঘটিকা পর্যন্ত মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর উপস্থিতিতে ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৭৭/১-এস হতে ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাখর আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী পরিচালক, ৫৯ বিজিবি, চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৫৯ বিজিবির অধিনায়ক উক্ত সভায় উপস্থিত ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময়ের পর উৎসুক জনতা এবং সাংবাদিকরা যাতে সীমান্ত এলাকায় গমন করে সাধারন কৃষকদের ফসলাদি নষ্ট না করে তার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, আগত সাংবাদিক এবং জনসাধারনকে অনুরোধ জানান। তিনি সভায় উপস্থিত সকলকে আশ্বস্ত করেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এছাড়াও তিনি বর্নিত সভায় নিম্নবর্নিত বিষয় সম্পর্কে আলোচনা করেনঃ

গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/৩-এস এর নিকট ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের শুকদেবপুর বিএসএফ ক্যাম্প এর সহযোগিতায় ভারতীয় নাগরিক বাংলাদেশী নাগরিকের আম গাছ কাটাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশী নাগরিকদের মধ্যে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনায় বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সকলকে অবগত করেন।
উৎসুক জনতা সীমান্তের শূন্য লাইনে গমন না করা।
অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা।
কৃষক ব্যতিত অন্যান্য নাগরিক বা বহিরাগত নাগরিক/সাংবাদিক কর্তৃক বিনা কারনে সীমান্তের শূন্য লাইনে গমন এবং অযথা ঘোরাফেরা না করা।
সীমান্ত এলাকায় গবাদি পশু না চরানো এবং সন্ধ্যার পরে জিরো লাইনের নিকট গমনামন না করা।
মাদক এবং চোরাকারবারীদের সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করা।

উক্ত সভায় স্থানীয় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী পরিচালক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী এবং সাধারণ জনগণসহ আনুমানিক ১০০০-১২০০ জন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31