মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ দুর্গাপুরের জুঁইয়ের
Spread the love

মোরশেদ আলম ; নুসরাত জাহান জুঁই (১৮)। ৩ বছর বয়সে হারিয়েছেন বাবাকে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করার। তার সেই অদম্য ইচ্ছা পূরণ হলো । চলতি বছর নীলফামারী সরকারী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে জুঁই। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা নুসরাত জাহান জুঁই (১৮)। দুই ভাই-বোনের মধ্যে সে ছোট। উপজেলার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) হাসপাতালে কর্মরত মা সেবিকা ফাতেমা খাতুন। জুঁই ছোটবেলা থেকেই অ’ত্যন্ত মেধাবী। ২০২২ সালে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বিজ্ঞান বিভাগে পান জিপিএ- ৫। ২০২৪ সালে এইচএসসি পাস করেন সুসং সরকারি মহাবিদ্যালয় কলেজ থেকে। সেবারও পান জিপিএ-৫। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় গর্বিত তার বিদ্যাপীঠ, শিক্ষক ও এলাকার লোকজন। ফল প্রকাশের পর থেকেই আত্মীয়-স্বজন থেকে শুরু করে শিক্ষক,সহপাঠী ও এলাকাবাসীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নুসরাত জাহান জুঁই (১৮)। এতে আপ্লুত তার মা ও ভাই । জুঁইয়ের মা ফাতেমা খাতুন বলেন,আল্লাহর অশেষ রহমত ও শিক্ষকদের সহযোগীতায় মেয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে ।আমার মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় মা হিসাবে অনেক গর্বের। আমার মেয়ে মানবিক চিকিৎসক হোক, যেন গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা করতে পারে এটিই আমার চাওয়া। মেধাবী জুঁই বলেন,,এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মা ও ভাই ফাহিমের । আমি ছোট থেকেই মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে লেখাপড়া করে চলেছি। মহান আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করেছেন। আমি যেন সফলতার সাথে মেডিকেলে লেখাপড়া শেষ করে চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমি সকলের নিকট দোয়া কামনা করছি। মেধাকে কেউ আটকাতে পারে না তার উজ্জল দৃষ্টান্ত হল নুসরাত জাহান জুঁই (১৮)। গত রোববার প্রকাশিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফলে ৪৯৩২তম স্থান অর্জন করে সে। জুঁই এর এমন সাফল্যে তার মা, বড়ভাই সহ আত্মীয়-স্বজন সকলেই খুব আনন্দিত।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31