
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা আ,ফ,ম সিরাজ সামজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বাদ জোহর আলমডাঙ্গা ফরিদপুর সিরাজ নগরে তার প্রতিষ্ঠিত স্কুল ঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারন সম্পকদক হামিদুল ইসলাম আজম ।তিনি বলেন আ,ফ,ম,সিরাজ সামজী ছিলেন সাদা মনের মানুষ,সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা।তিনি একাধারে কবি,প্রাবন্ধিক,সংগঠক,তার স্বপ্ন ছিল বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা,যেখানে লাইব্রেরি থাকবে,নামাজেন ঘর থাকবে,শিশুদের জন্য ইসলামি শিক্ষার ব্যাবস্থা থাকবে এমন অনেক স্বপ্ন তিনি দেখেছিলেন।হয়ত তিনি দেখে যেতে পারেন নি বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয়, কিন্ত আমরা বিশ্বাস করি কোন কোনদিন এখানে বড় মানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে।বর্তমানে এখানে ছোটদের জন্য কওমি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমোর আলি মাষ্টারের সভাপতিত্বে প্রধান আলোক ছিলেন হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক কবি আসিফ জাহান। বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলুল হক,, কবি গোলাম রহমান চৌধুরী,প্রেসক্লাব যুগ্ম সম্পাদক বশিরুল আলম, শাহাবুল হক।এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস,সরকারি কলেজের সিনিয়র প্রভাসক শরিউতুল্লা,হারদী এম এস জোহা কলেজের সহকারি অধ্যাপক,মিজানূর রহমান,আলহাজ্ব লিটন মিয়া,ইকরামুল হক, জামাত নেতা শাহাবুদ্দিন সাবু,হাবিবুর রহমান,চাঁদ,কিশোর, রাহিমা সামজী,হাসিবুল হক প্রমুখ।










