
তৌহিদ, মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুই দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে।
বুধবার ২২ জানুয়ারী সকাল ১০টায় মাগুরা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম)।
পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মোঃ. ফরহাদ এর সভাপতিত্বে ও পুলিশ লাইনস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ। রোকশানা আক্তারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা ( বিপিএম),বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে,জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথি মিনা মাহমুদা বলেন,আমাদের সকলকে সততার সাথে থাকতে হবে।পড়াশোনার সাথেও সততা আছে।তুমি পড়াশুনা করতে গিয়ে যদি অসততা অবলম্বন করো তবে তুমি কখনই সফলতা অর্জন করতে পারবেনা।কাজেই সততা হচ্ছে সফলতার মূল চাবিকাঠি।










