আলমডাঙ্গায় পিঠা মেলায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।প্রশাসনের গাফিলতিকেই দ্বায়ী করছে সাধারণ মানুষ।
আলমডাঙ্গায় দুইদিন ব্যাপী পিঠা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলার প্রথম দিনে মেলা প্রাঙ্গণে জমে উঠেছিল।চোখে পড়ার মত দর্শনার্থীদের ভিড় জমেছিল।মেলা প্রাঙ্গণে ভেলপুরি এন্ড ফুসকা হাউসে ভাল বেচাকেনাও হয়েছিল। সারাদিনের বিক্রয়ের তিন থেকে চার হাজার টাকা ভিড়ের মাঝে চুরি হয়ে যায়।আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের মহিলা উদ্যোক্তা কবিতা খাতুন প্রতিটি মেলার মাঠে স্টল নিয়ে ব্যাবসা করেন।নিজ গৃহে ভেলপুরি এন্ড ফুসকা হাউস নামে স্থায়ী রেষ্টুরেন্ট আছে যা এই শহরে অনেক জনপ্রিয়।
নারী উদ্যোক্তা কবিতা খাতুন বলেন সারাদিন খুব ভাল বেচাকেনা করেছি।টাকার কৌটা টেবিলের এককোনে রাখাছিল।ফুসকা বানানোর সময় হেঁট হয়েছি,আর মুখ তুলে দেখি টাকার কৌটা নাই।আমি গরীব নারী উদ্যোক্তা হয়ে ফুসকা বিক্রয় করে সংসার চালায়।এখানে কোন পুলিশ বা আনছার বাহিনীর কোন সদস্য ছিল না।মেলা প্রাঙ্গণে কোন প্রশাসনিক কর্মকর্তা ছিল না।
মেলার মাঠে কোন নিরাপত্তা না থাকায় চোরেরা এই সুযোগ নিচ্ছে বলে অনেকেই মন্তব্য করেছেন।