
মো:জাহিদুল ইসলাম ; গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার দোসীমানায় প্রত্যন্ত এলাকায় মরহুম আব্দুল হামিদ স্মৃতি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার রীতি ফিরিয়ে আনতে এমন আয়োজন বলে আয়োজকরা জানিয়েছেন।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ডাকুনী নারায়নপুর, বেড়া মালঞ্চ ও মির্জাপুর গ্রামে যুব সমাজের আয়োজনে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিন ব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩২টি ঘোড়া অংশ নেয়।
এদিকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে আশপাশের এলাকাগুলো থেকে নারী-পুরুষ-শিশু আসতে থাকে। বিকেলে প্রতিযোগিতাস্থলে কয়েক হাজার মানুষের মিলন মেলা পরিণত হয়। বিকেলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু। বরিশাল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন খন্দকারের সভাপতিত্বে বরিশাল ইউনিয়ন বিএনপির সভাপতি লিখন মিয়া মেম্বার, সহ-সভাপতি মিজানুর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার, নওশাদ আমিন রুমন, আব্দুল করিম শেখ, হাসান খন্দকার, নুরুজ্জামান সরকার, নাইম মন্ডল, লিমন মিয়া, শাহিন মন্ডল, সাব্বির মন্ডল, রোকন মন্ডল, খোকন মন্ডল, ফিরোজ কবির মন্ডল, রাকিব মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রথম হয় নওগাঁর ধামইরহাট উপজেলার হালিমার ঘোড়া, দ্বিতীয় হয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চুমুর মিয়ার ঘোড়া ও তৃতীয় হয় ভূরুঙ্গামারীর জাকারিয়ার ঘোড়া। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার একটি বাই-সাইকেল ও তৃতীয় পুরস্কার হিসেবে এলইডি টিভি দেওয়া হয়।
প্রধান অতিথি সানোয়ার হোসেন দিপু বলেন, ঘোড়াদৌড়সহ গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা আজ বিলুপ্তির পথে। পাশাপাশি আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিপথগামী হয়ে পড়ছে। যুব সমাজকে কিছুটা বিনোদন দিতে ও ঐতিহ্যবাহী খেলা ফিরিয়ে আনতে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।










