পাইকগাছায় প্রকাশিত সংবাদ ও চেয়ারম্যান শাহজাদার অনিয়মের বিরুদ্ধে ইউপি সদস্য’র সংবাদ সম্মেলন
Spread the love

খুলনার পাইকগাছায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে ও উপজেলার ৯ নং চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসের সরকারি প্রকল্পের নানা অনিয়ম ও অব্যহত ষড়যন্ত্রের বিরুদ্ধে একই ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জুলেখা খাতুন সংবাদ সম্মেলন করেছেন। এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছার এর কার্যলয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে জুলেখা খাতুন বলেন, আমি দীর্ঘদিন ধরে চাঁদখালী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হিসেবে সুনামের সহিত জনসেবা মূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি।

অপরদিকে আমেরিকা প্রবাসী শাহজাদা মোঃ আবু ইলিয়াস গত ইং- ২০২১ সালের নির্বাচনে ৯ নং চাঁদখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত হোন। তিনি আরো বলেন, খুলনার শেখ পরিবারের সাথে শাহজাদার দহরম মহরম সম্পর্কের কারনে চেয়ারম্যানি দায়িত্ব পাওয়ার পর থেকে জামাত বিএনপির নেতা কর্মীর নামে বিভিন্ন মিথ্যা মামলা মকদ্দমা সহ টাকার গরমে সাধারণ মানুষকে হেয়প্রতিপন্ন করা ও নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন। এছাড়াও শাহজাদা চেয়ারম্যানের দায়িত্ব থাকাকালীন সময়ে ততকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রোগ্রামে আমাদের পরিষদের সকল পুরুষ ও মহিলা ইউপি সদস্যদের তাহার নিজ খরচে বাধ্যতামূলকভাবে নিয়ে যেতেন। আমরাও নিরুপায় হয়ে তাহার সফরসঙ্গী হয়ে যেতে বাধ্য হতাম।

জুলেখা খাতুন সংবাদ সম্মেলনে আরো বলেন, চেয়ারম্যান শাহজাদা সরকারি (পিআইও) অফিসের বিভিন্ন প্রকল্পের লক্ষ লক্ষ টাকার কাজ আমাকে সহ অন্যান্য মেম্বারদের মাধ্যমে করিয়ে সমস্ত টাকা নিজে হাতিয়ে নিতেন। যাহার সকল প্রমানাদি আমার কাছে সহ অন্যান্য মেম্বারদের কাছে সংরক্ষিত রয়েছে। উল্লেখ্য, বিগত সরকার পরিবর্তনের পর বর্তমানে আমি তাহার এধরনের অন্যায় কাজের প্রতিবাদ করায় আমার উপর ক্ষিপ্ত রয়েছেন। এছাড়াও পরিষদের কয়েকজন সদস্য’র বিরুদ্ধে আগে-পিছে এমন ষড়যন্ত্র করেছেন চেয়ারম্যান। সর্বশেষ গত ইং- ৫ ই আগষ্টে সরকার পরিবর্তন হওয়ার পর চেয়ারম্যান আমেরিকায় তাহার নিজ ঠিকানা পাড়ি জমিয়েছেন এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন। তবুও থেমে থাকেনি তাহার চক্রান্ত ও ষড়যন্ত্র। এলাকায় তাহার কিছু অনুসারীদের মাধ্যমে আমাকে বিভিন্নভাবে হয়রানি সহ মানহানি করার লক্ষে মিথ্যা ও বানোয়াট একটি অভিযোগ ইউএনও স্যারের দপ্তরে দায়ের করেছেন। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ নিয়ে গত ইং- ১৬/০১/২০২৫ তারিখ অগ্রযাত্রা প্রতিদিন নামে একটি নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে।

একারণে সংবাদ সম্মেলন এর মাধ্যমে ইউপি সদস্য জুলেখা খাতুন উক্ত নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসের সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মাসাৎ সহ নানা ধরনের অপকর্ম ও অনিয়মের বিচারের দাবীতে প্রশাসনের সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31