
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ১টি শুটারগান ও এক রাউন্ড গুলি এবং ২টি ব্যাটারী চালিত পাখিভ্যান উদ্ধারসহ শামীম (২২) নামে একজনকে আটক করেছে। শনিবার (১৭ জানুয়ারী ) বেলা ৩টার সময় আলমডাঙ্গা উপজেলায় খাসকররা ইউনিয়নের তিয়রবিলা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় আরও অজ্ঞাতনামা সাতজন সন্ত্রাসী চক্রের সদস্য পালিয়ে যায়। আটককৃত আসামী শামীম আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামের সাইদ মালিথার ছেলে। পুলিশ সুত্রে জানা যায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই সুকান্ত দাস ও তিয়রবিলা পুলিশ ক্যাম্প মাদক বিরোধী অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালে তিয়রবিলা গ্রাম হতে আসামি শামীম নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ হাতে নাতে আটক করে। এসময় আরও অজ্ঞাতনামা ৬ থেকে ৭জন পালিয়ে যায়। পরে আসামীর নিকট হতে এক রাউন্ড গুলি ও দুটি পাখি ভ্যান উদ্ধার করে পুলিশ ।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের কাজ অব্যাহত রয়েছে।










