চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়াল মাহমুদ সাদ্দাম, নিজ অর্থায়নে তার বাবা মরহুম আব্দুল মজিদের মাগফেরাত কামনায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন পিয়াল মাহমুদ সাদ্দাম। আজ ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে দুইটার সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের নিজ বাড়ি দুর্লভপুর গ্রামে "মরহুম আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন" এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের এ তীব্রতায় কষ্ট পাওয়া দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন তার পারিবারিক ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা। এ সময় পিয়াল মাহমুদ সাদ্দাম বলেন, "আমার বাবার আত্মার মাগফেরাত কামনায় আমি এই ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।" কম্বল পেয়ে খুশি শীতার্তরা পিয়াল মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার বাবার আত্মার মাগফেরাত কামনা করেন।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, প্রতি বছরই এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন পিয়াল মাহমুদ সাদ্দাম।