
মোঃ তারেক রহমান ; ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত নিষিদ্ধ প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ কার্যকর করা হয়।
ওই পত্রে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লোগান (শিক্ষ নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ) সম্বলিত প্যাড ব্যবহারের অভিযোগ প্রমাণিহ হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারি আচরণবিধি এর বিধি ৪ লঙ্ঘিত হওয়ায় এই বিদ্যালয়ের আইনের ধারা ১১(৭) এবং বিশ্ববিদ্যালয়ের আচরণ বিধি এর বিধি ১৩ মোতাবেক অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। ভাইস চ্যান্সেলর অনুমোদনক্রমে এ আদেশ ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।
গত সোমবার (১৩ জানুয়ারি)রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার স্বাক্ষরিত পত্রটির ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত একটি লোগো রয়েছে।










