তৌহিদ ; দীর্ঘ ১৮ বছর পর খোলামেলা পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত।বৃহস্পতিবার ১৬ জানুয়ারী সকাল ৯ টায় মাগুরা নোমানী ময়দানে জামায়াতের জেলা সভাপতি অধ্যাপক এম বি বাকের এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করা হয়। দিবসের শুরু থেকেই জেলার চার উপজেলা থেকে বিভিন্ন স্তরের নেতা কর্মীরা শহরের নোমানী ময়দানের সভাস্থলে আসতে শুরু করে।বেলা ১১.২৫ টার সময় অনুষ্ঠানের প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান তার বক্তব্য শুরু করেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দীর্ঘ ১৭ বছর আমরা খুনী,অত্যাচারী,জুলুম সরকারের অধীনে ছিলাম, তাদের আমলে বাংলাদেশের সকল জনগন তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলো। তারা তখন মানুষকে নূন্যতম দুটি অধিকারও দিতে পারেনি তা হলো সম্মান ও নিরাপত্তা।বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এসকল অধিকার ফিরিয়ে দেয়া হবে। তখন যারা সত্য কথা বলতে চেয়েছিলো তাদেরকে ফ্যাসিবাদ সরকার কোন ঠাসা করে রাখে। তখনকার হাসিনা সরকার ও তদের দোসররা মিলে প্রায় ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। যা ছিলো সরাসরি জনগণের টাকা। জনগনের হক মারা এসকল টাকা ফেরত এনে তা জনগনের কল্যানে ব্যায় করতে হবে। এদেশের সরকারের বড় আয় হলো ট্যাক্স আর ট্যাক্সের টাকা ধনী গরীব সবাই দেয় যা সরকারের আলাদা করে রাখার কোন সুযোগ নেই। সুতরাং সব কিছুর সাথে ১৮ কোটি মানুষের ছোয়া আছে তাই শিক্ষিত দের বুঝতে হবে কলমের খোঁচা দিয়ে দূর্নীতি না করে,যার যতটুকু পাওনা তা আল্লাহর ভয়ে তাদের মাঝেই বুঝিয়ে দেয়া।শিক্ষিত জনগোষ্টিকে দেশ গড়ার কারিগর হিসাবে তৈরী করতে হবে। শিক্ষা শেষ করার সাথে সাথে তাদেরকে কর্মসংস্হানের ব্যবস্হা করতে হবে। সবার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। আমার সাংবাদিক ভাইয়েরা দীর্ঘ সাড়ে ১৫ বছর নির্ভয়ে কোন কথা বলতে ও সাংবাদিকতা করতে পারেন নাই। ২০০৯ সালে পিলখানায় হত্যাকান্ডের মাধ্যমে খুনি হাসিনা সরকার যে হত্যাযজ্ঞ আরম্ভ করেছিলো তা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে পরিসমাপ্তি ঘটে।কাজেই আগামীতে ভেবে চিন্তে ইসলামী শাসন ব্যবস্হা কায়েমের মাধ্যমে বাংলাদেশকে একটি মতুন ও সুখী দেশ হিসাবে গড়ে তুলতে হবে। 
সভায় অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর - কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন,যশোর শাখার সাবেক আমীর ও কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মোঃ আজিজুর রহমান,মাগুরা জেলা শাখার সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, অমুসলিম সংগঠনের সেক্রেটারি প্রণয় কুমার বিশ্বাস,ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিক সহ অন্যান্য রাজনৈতিক দলের জেলার নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সফল করায় জেলা সভাপতি অধ্যাপক এম বি বাকের মাগুরা বাসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।