কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব কার্যক্রমকে এগিয়ে নিতে কার্যনির্বাহী ও সাধারন পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত
Spread the love

আব্দুল আউয়াল :সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমাদের পথচলা এ অঙ্গীকারেকেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে ক্লাবের কার্যনর্বাহী ও সাধারন পরিষদের এক যৌথসভা২৩ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়েঅনুষ্ঠিত হয়।উপজেলা প্রেসক্লাব সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে ” কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব কল্যান ট্রাস্ট গঠন,সাপ্তাহিক সাহিত্য সাময়িকী প্রকাশ সহ বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্বান্ত গৃহিত হয়।সভায় গুরুত্বপূর্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন সহ- সভাপতি গীতিকার মোঃ ফজলুর রহমান, সাধারন সম্পাদক ও উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃমুখলেছুর রহমান বাঙ্গালী,যুগ্ম সাধারন সম্পাদক একুশে সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ লুৎফুর রহমান হৃদয়, সাহিত্য সম্পাদক শিক্ষক কবি ও গীতিকার মোঃ শাহাবুল কাদির ভুঞা,প্রচার সম্পাদক দেশকন্ঠস্বর পত্রিকার সাংবাদিক মোঃ ফজলুর রহমান ছোটন, দপ্তর সম্পাদক দৈনিক আজকের গোয়েন্দা পত্রিকার সাংবাদিক মোঃআব্দুল আউয়াল খানপ্রকাশনা সম্পাদক কবি ও সাংদিক কাউসার আহম্মেদ তালুকদার, পাঠাগার ও গবেষনা সম্পাদক অপু রানী বিশ্বাস সমাজ কল্যান সম্পাদকহ মঞ্জুরা আক্তার লিলি ও প্রাক্তন সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ মহিউদ্দীন সরকার প্রমুখ।সভাপতির বক্তব্যে সমরেন্দ্র বিশ্বশর্মা বলেন,কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব আমাদের মায়ের মতন।এই সংগঠনের সাথে জড়িতআছি আমরা সবাই তার সন্তান।তিনি বলেন, সন্তানের মান অভিমান থাকবে কিন্তু মায়ের মনে কষ্ট দিয়ে নয়।আমরা সবাই উপজেলা প্রেসক্লাব মায়ের সন্তান।একথা মাথায় রেখে চলতে হবে।যদি কেউ এর অন্যতা করা হয় তার জন্য তার শাস্তি তাকেই ভোগ করতে।তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ। একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।সাধারন সম্পাদক মোঃমুখলেছুর রহমান বাঙ্গালী বলেন,আমি এই পদে আসতে চাইনি।এটির যোগ্য আমিনা।তবে ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে প্রানপণ চেষ্টা চালাব।আমি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক না সদস্য পরিচয়েই আজীবন চলতে সবার দোয়া ও সহযোগীতা চাই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31